• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৫:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৫:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় প্রতিবেশীর অতর্কিত হামলায় মাটিতে লুটিয়ে পরেন জান্নাত

১৫ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০১:৩৫

কাউনিয়ায় প্রতিবেশীর অতর্কিত হামলায় মাটিতে লুটিয়ে পরেন জান্নাত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর অতর্কিত হামলায় তাবাচ্ছুম জান্নাত স্বর্ণা (২০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার শহদিবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামে। এ ব্যাপারে  আহত নারীর বড় ভাই রিপন মিয়া হামলার ঘটনার বিচার চেয়ে কাউনিয়া থানা পুলিশের লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে থানা পুলিশ বলছে, বল্লভবিষু গ্রামের রিপন মিয়া এবং অভিযুক্ত মিনা পারভিন একে অপরের প্রতিবেশী ও তাদের বসতবাড়িও পাশাপাশি। অনেকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃস্টি হয়। বিভিন্ন সময় তুচ্ছ ঘটনায় তিলকে তাল বানিয়ের সেই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ এবং আদালতে মামলায় হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন ১২ নভেম্বর বিকেলে প্রতিবেশী মিনা পারভিন ও তার লোকজন রিপনের বোন তাবাচ্ছুম জান্নাত স্বর্ণাকে রাস্তায় একা পেয়ে তাকে বেধরক মারপিট করে। এতে ওই নারী গুরুতর আহত হয়ে মাটিতে পরে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রিপন মিয়ার অভিযোগ, প্রতিবেশী বিবাদী মিনা পারভিন ও তার সহযোগী লোকজন এলাকায় সম্মান ক্ষুণ্ন ও ক্ষতিসাধন করতে দীর্ঘ দিন ধরে আমাদেরকে মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। ঘটনার দিন রাস্তায় বোনটাকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় বিবাদীরা।

তিনি আরও জানান, ১৩ নভেম্বর থানায় অভিযোগ করেছি। পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তবে বিবাদী মিনা পারভিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। মিনা পারভিন বলেন, ওই ঘটনায় তিনিও আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে মুঠোফোনে কাউনিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক বলেন, বাদী ও বিবাদীগণ প্রতিবেশী এবং তাদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। মারামারির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩