কুমিল্লা প্রতিনিধি: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। এবারের শারদীয় উৎসবে কুমিল্লার সীমান্তবর্তী ১২২টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় কাজ করেছেন বিজিবি।
১৩ অক্টোবর রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে শারদীয় দূর্গাপূজার প্রতিমা বিসর্জনকালে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্ল সেক্টর কমান্ডার, কর্নেল মো. রেজাউল কবির, পিবিজি এম. কুমিল্লা ব্যাটালিয়ান (১০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন,(পিএসসি. জি. আর্টিলারি), কুমিল্লা ব্যাটালিয়ান উপ-অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারী পরিচালক মো. ইমাম হোসেনসহ বিজিবির কর্মকর্তারা।
এর আগে বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা। বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। দশমী তিথিতে পূজোর শেষ দিনে দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বিবাহিত নারীরা।
কুমিল্লার ৭৪৮টি মণ্ডপে মায়ের বিদায়বেলায় স্বামীর মঙ্গল চেয়ে একে অপরকে ললাটে বা ভাগ্যস্থানে সিঁদুর পরানোর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা। প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাস পর্বতে শ্বশুর বাড়িতে ফিরে যান বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available