• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৩:৫৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৩:৫৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২০:২৭

সৈয়দপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা চাই সচেতন প্রতিবেশী।

১০ নভেম্বর রোববার এ স্লোগানকে সামনে নিয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাহ ফাউন্ডেশন রসুলপুর সৈয়দপুরের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় রসুলপুর থেকে বের হয়ে পুরো মহল্লা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে শেষ হয়।

প্রবাহ ফাউন্ডেশনের দেয়া পোষাকে সজ্জিত হয়ে স্বেচ্ছাসেবীরা র‍্যালিতে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন প্রবাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. তারিকুল আলন আরবি ও সাবেক কাউন্সিলর মো. আনোয়ারুল ইসলাম মানিক।

এতে অংশ নেয় সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. তমিজুর  রহমান, অর্থ সম্পাদক হাফেজ মো. আব্দুল ওয়াহিদ আশরাফী, সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আজগার আলীসহ অনেকে।

পরে মহল্লার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মশা ও ডেঙ্গু নিধনে স্প্রে করা হয়। পাশাপাশি বাসা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেয়া হয়।

প্রবাহ ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগ দেখে মহল্লার নারী পুরুষ সকলেই সংগঠনের সাথে জড়িতদের প্রশংসা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ