স্টাফ রিপোর্টার, ভোলা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার ৪ আসনের প্রতিদ্বন্দ্বী ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান এই প্রতীক বরাদ্দ দেন।
৬টি রাজনৈতিক দল এবং ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১৬ প্রার্থীর মাঝে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার।
এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
রিটার্নিং অফিসারের কাছ থেকে ভোলা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদের পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও ভোলা-৩ আসনের নির্বাচনের নৌকা প্রতীক গ্রহণ করেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী নুরনবী চৌধুরী শাওন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেন।
এ সময় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available