বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ১৩ মে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু (ঘোড়া), ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান (আনারস) ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মূর্তযা আহসান (দোয়াত-কলম) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. আলতাফ হোসেন হাওলাদার (টিয়া পাখি), মো. জাকারিয়া হোসেন মহারাজ (উড়োজাহাজ), মো. শাহাদাৎ হোসেন রাজু (মাইক), মো. আল-আমিন হাওলাদার (তালা), গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (টিউবওয়েল), মো. সাইফুল ইসলাম সরোয়ার (চশমা) এবং মো. আলমগীর হোসেন খান (বই) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রুমী খানম (হাঁস), মোসা. নাজমুন নাহার নাজু (কলস) এবং মোসা. মাজেদা খানম (ডলি) (ফুটবল) মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে প্রতীক বরাদ্দের পরপর প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কামনা করছেন। সইসাথে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো শুরু হয়েছে।
তৃতীয় ধাপের এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ২৭ মে। ২৯ মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available