মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর বহুল আলোচিত ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ জুন দুপুরে উপজেলা হলরুমে সাধারণ সদস্য, সংরক্ষিত আসন ও চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ দিয়েছে মহেশখালী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।
সকাল থেকে শুরু হওয়া এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠান চলে দুপুর অব্দি। এ সময় ৯ জন চেয়ারম্যান প্রার্থী সাধারণ পুরুষ ও সংরক্ষিত নারী ৪৪ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
এদিকে প্রার্থীদের নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বজায় রাখার আহবান জানান মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে এই ইউপি নির্বাচন।
আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন। এসময় উপজলা সহকারী কমিশনার (ভূমি) এ, এফ, এম, শামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available