মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৪৮ জন সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ২৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মতলব উত্তরে ৪৮ জনকে প্রায় ২৪ লক্ষ টাকা দেয়া হয়েছে অসুস্থ মানুষের জন্য। তারা এ টাকায় চিকিৎসা সেবা নিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন, যেনো উনি আবার সরকার গঠন করতে পারেন এবং আপনাদের কল্যাণে কাজ করতে পারেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক হাতে পেয়ে অসুস্থ ব্যক্তিরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাস্টার, উপজেলা প্রকৌশলী মনির হোসেন খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি মো. জহির দেওয়ান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কাতার চেম্বার অফ কমার্সের সভাপতি আবুল কাশেম সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. লিটন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available