• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪১:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪১:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর অনুদান পেল ১২ রোগী

১ আগস্ট ২০২৩ দুপুর ১২:০৪:০৫

কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর অনুদান পেল ১২ রোগী

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় ক্যান্সার, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প মানবতার সেবায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তায় উপজেলার মোট ১২ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পরে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরাসহ আরও অনেকে।

এই মহৎ উদ্যোগের জন্য চেকপ্রাপ্ত আব্দুল রশিদসহ অন্যান্য রোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩