বরিশাল ব্যুরো: বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর ঐতিহ্যাসিক জনসভার মাঠে মারামারির ঘটনায় সিরাজ সিকদার (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সিরাজ হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের অনুসারী বলে জানা গেছে। তবে নিহত সিরাজকে শাম্মীর অনুসারী বলেও দাবি করছেন কেউ কেউ।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথের সমর্থকরা মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিল। আগে থেকে অবস্থান নেওয়া শাম্মীর অনুসারীরা তাদের লক্ষ্য করে বোতল নিক্ষেপ শুরু করে।
এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ১৮ জনকে আহত করেন। মারামারির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বলেন, আমার লোকজন যখন জনসভা মাঠে প্রবেশ করে তখন হামলা হয়েছে। জনসভা মাঠে লাঠি ও রড কোথায় পেল? পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তবে শাম্মী আহম্মেদ বলেন, সিরাজ কৃষক লীগের ওয়ার্ড সভাপতি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো লোক তার (পঙ্কজ) সঙ্গে নেই। আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান তুহিন বলেন, একজনকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও সন্দেহের কারণে আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, সিরাজকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন, জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ওসি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available