• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৯:২৩:৫৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৯:২৩:৫৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

তিন দাবিতে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সড়কে অবস্থান

১০ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৩:০০

তিন দাবিতে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সড়কে অবস্থান

নিজস্ব প্রতিবেদক: তিন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় পুলিশের বাধায় সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা।

১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এ সময় একদিকে পুলিশ ও আরেকদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ বাংলামোটরে যানজট সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, আমরা প্রধান উপদেষ্টা কিংবা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করতে চাই। দেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এ সময় আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরব আমিরাতফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমরা অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, যেন আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।

প্রবাসীদের ৩ দাবি
১. প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে।

২. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে।

৩. প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭