• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৯:২৩:৫৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৯:২৩:৫৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

দুই দিনের ব্যবধানে আবারও প্রবাসীর গাড়িতে ডাকাতি

২ মার্চ ২০২৫ সকাল ১০:৪৭:২৬

দুই দিনের ব্যবধানে আবারও প্রবাসীর গাড়িতে ডাকাতি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: মাত্র দুই দিনের ব্যবধানে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা মাজার নামক স্থানে ডাকাত দল হামলা চালিয়ে বেলাল হোসেন নামে এক মালেশিয়ান প্রবাসীর সর্বস্ব কেড়ে নিয়েছে। তিনি বিমান বন্দর থেকে ভাড়া করা প্রাইভেটকার যোগে তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ার শরিফপুর গ্রামে যাচ্ছিলেন।

তথ্যটি শনিবার সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ।

ওসি জানান, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফাল্গুনকরা মাজার নামক স্থানে স্বশস্ত্র ডাকাত দল প্রবাসী বেলালের ভাড়া করা প্রাইভেটকারে হামলা চালিয়ে তার সকল মালামাল ও টাকাপয়সা কেড়ে নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মাইক্রোবাসের চালক জাবেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, প্রবাসী বেলাল মালেশিয়া থেকে শুক্রবার রাত ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। রাত আড়াইটায় তিনি বিমান বন্দর থেকে (ঢাকা মেট্টো- ঘ-২৩-৭৭০২) ভাড়া করা প্রাইভেটকারে করে তার স্বজনদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে শনিবার ভোর সাড়ে ছয়টায় মহাসড়কের উপজেলার ফাল্গুনকরা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ৭/৮ জনের ডাকাত দল পিকআপে করে এসে প্রবাসীর বহনকৃত প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এক পর্যায় চালক প্রাইভেটকারটির নিয়ন্ত্রণে নিলে ডাকাত দল পিকআপ থেকে নেমে অস্ত্রের মুখে প্রবাসীকে জিম্মি করে ৫টি মোবাইল ফোন, ১ ভরি স্বর্ণ, ৩ হাজার মালেশিয়ান রিঙ্গিত, ৪টি মালামালের প্যাকেট লুট করে নেয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

প্রবাসী বেলাল হোসেন বলেন, ঈদ করার জন্য ৩ বছর পর প্রবাস থেকে দেশে আসি শুক্রবার রাতে। বিমান বন্দর থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে মহাসড়কের মেঘনা ব্রিজ পাড় হয়ে যাত্রা বিরতি করি। যাত্রা শেষে আবারও রওনা করলে দাউদকান্দি এলাকায় বিশাল যানজটে আটকা পড়ি। এ সময় চালক উল্টা লেন দিয়ে গাড়িটি অনেক দূর নিয়ে আসে এবং এক পর্যায় চালক জাবেদ খান মহাসড়কের একটি স্থানে নেমে পান খেয়ে আবারো গাড়ি নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে পিছন থেকে ত্রিপল মোড়ানো একটি পিকআপ ভ্যান এসে আমার বহনকৃত প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে লাগছিলো। চালক প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ নিলে ডাকাত দল পিকআপ থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারটিতে আঘাত করে ভাঙচুর করে এবং গাড়িতে থাকা আমার থেকে সকল মালামাল ও নগদ টাকাপয়সা ছিনিয়ে নেয়।

এসময় তারা আমার পাসপোর্টটিও কেড়ে নেয়। আমি অনেক কষ্টে ডাকাত দল থেকে পাসপোর্টটি ফেরত নিই। আক্ষেপ করে প্রবাসী বেলাল বলেন, কষ্টার্জিত সকল টাকাপয়সা ডাকাত দল ছিনিয়ে নিয়েছে। অনেক আশা ভরসা করে বিদেশ থেকে দেশে এসেছি স্বজনদের নিয়ে ঈদ করবো। কিন্তু ডাকাত দল আমার সর্বস্ব কেড়ে নিয়ে গেছে।

হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কে চৌদ্দগ্রামে প্রবাসীর গাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। ভিকটিমের সাথে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একই জায়গায় ডাকাত দল হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নিয়েছিল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭