সংযুক্ত আবর আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আবর আমিরাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ সোমবার আমিরাত প্রবাসী সাংবাদিকদের প্রথম ও পুরনো সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে দুবাইয়ের পিংক সেলসি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান বলেছেন, মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের রোজা শুধু মুমিন-মুসলমানদের তাকওয়ার শিক্ষাই দেয় না; বরং মানব জীবনে একতা, শৃঙ্খলা, দায়বদ্ধতা, সহমর্মিতার পাশাপাশি দেশ ও জাতির প্রতি মমত্ববোধ এবং দায়িত্ববোধের শিক্ষা ও দিয়ে থাকে। সাংবাদিকরা মাহে রমজানের এই শিক্ষা জাতির সামনে তুলে ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিতে পারে।
তিনি বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশ ও জাতির অমূল্য সম্পদ। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদান অপরিসীম। বিদেশের আইন-কানুনের ব্যাপারে আপামর প্রবাসীদের সচেতন করে তোলা এবং প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাব-মর্দাদা তুলে ধরার ক্ষেত্রে এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের গৃহীত নানা সেবামূলক কার্যক্রম প্রবাসীদের মাঝে তুলে ধরে প্রবাসী সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা জাকির হোসেন, প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, প্রসাসের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী (যায়যায়দিন), গাউসিয়া কমিটি দুবাই সভাপতি ফজলুল কবির চৌধুরী প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে প্রেসক্লাব ইউএই'র সভাপতি মামুনুর রশিদ (এনটিভি), রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক( এটিএননিউজ), কামরুল হাসান জনি(এখন টিভি), ডিবিসি নিউজ'র আবুধাবি প্রতিনিধি মোঃ মইনুল ইসলাম, ইশতিয়াক আসিফ(চ্যানেল 24), মোহাম্মদ ইসমাইল(আমিরাত সংবাদ) সামসুর রহমান সোহেল(এসটিভি),জাশেদুল ইসলাম (নাগরিক টিভি), নুরুল্লাহ খান শাহাজাহান (কেটিভি), মোদাচ্ছের শাহ (দিনকাল), ওবায়দুল হক মানিক (৫২টিভি), গিয়াস উদ্দিন সিকদার (বাংলাদেশ সমাচার), মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), মাহাবুব সরকার (বিশ্ববাংলা), খালেদ হাসান রনি (স্বাধীনদেশ), মোঃ আবু সালেহ (দৈনিক দেশ বার্তা), কবি ওবায়দুল হক, আরশাদুল হক (দৈনিক সূর্যোদয়), কাজী নিজাম (বাংলাদেশ সমাচার) প্রমুখ।
আলোচনা শেষে মুসলিম উম্মাহ বিশেষ করে দেশ জাতি ও প্রবাসীদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available