নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাফেলো এলাকায় দুর্বৃত্তের গুলিতে কুমিল্লার নাঙ্গলকোটের সাত সন্তানের জনক বাবুলের (৫৫) মৃত্যু হয়েছে। তিনি পৌরসদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের অষ্টম সন্তান।
নিহতের বড় ভাই হাবিবুর রহমান (৮০) বলেন, ২৭ এপ্রিল শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় অজ্ঞাত দুর্বৃত্তরা বাবুল ও সিলেটের এক প্রবাসীকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ১৯৯১ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। ৩ বছর পর দেশে এসে পার্শ্ববর্তী দাউদপুর গ্রামে বিয়ে করেন।
বিয়ের পর স্ত্রী হাবিবাকে (৪০) নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। প্রথম দিকে বাবুল হোটেলে চাকরি করতেন। এরপর হাউজিং ব্যবসা শুরু করেন। ব্যবসা করে তিনি যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ির মালিক হন।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তার ভাইকে গুলি করে হত্যা করতে পারে!
সাত সন্তানের মধ্যে তার দেড়বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। তার বড় ছেলে সিফাত নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে বাবুলের পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available