সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার রোধে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও মসজিদের ইমামদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হযেছে। ২৯ মে বুধবার সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজের সভাপতিত্বে সেনবাগ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
উপজেলার রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) ডাক্তার কামাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রশিদ, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, অজুনতলা ইউপি চেয়ারম্যান সাখায়াত হোসেন রিপান, সেনবাগ প্রেস ক্লাবের সাধারাণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম আলম শায়েস্তানগরী, বীজবাগ সুলতান মাহমুদ ডিক্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম জসিম, কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসার সুপার আক্তারুজ্জামান ফয়েজী, সেনবাগ ফাযিল মাদরাসার উপাধক্ষ্য জাকির হোসেন, বীজবাগ ওয়াজেদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ইমাম উদ্দিন, কাদরা দাখিল মাদরাসার সভাপতি আবদুল আউয়াল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রোকনুজ্জামান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available