• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়াইগ্রাম আশ্রয়ণকেন্দ্রে পুনর্বাসিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ

২০ জুন ২০২৪ বিকাল ০৩:৪৭:১৮

বড়াইগ্রাম আশ্রয়ণকেন্দ্রে পুনর্বাসিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২০ জুন বৃহস্পতিবার সকালে বড়াইগ্রামের নগর ইউনিয়ন পরিষদ হলরুমে ৫১ জন উপকারভোগীকে নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, নগর ইউপি চেয়ারম্যান মস্তফা শামসুজ্জোহা সাহেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার নগর ও গোপালপুর ইউনিয়নের প্রকল্পের ৫১ জন প্রশিক্ষণার্থীকে ১০ দিনব্যাপী পর্যায়ক্রমে হাঁস, মুরগি, গরু, ছাগল ও কবুতর পালন এবং বসত বাড়িতে সবজি ও মৎস্য চাষসহ বিভিন্ন ট্রেডে আয়বর্ধকমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২