বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর প্রসূতি নাজমুন নাহারও (২৫) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মৃত প্রসূতি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর চরভুতেরদিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের ব্রামন্দিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে।
৪ জুলাই বৃহস্পতিবার সকালে মৃত নাজমুন নাহারের ননদ আছমা বেগম অভিযোগ করেন, ‘৩ জুলাই বুধবার দুপুরে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল বন্দরস্থ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টক সেন্টারে তার ভাবির সিজারিয়ান অপারেশন হয়। সিজারের পর নবজাতকের মৃত্যুর খবর জানায় ক্লিনিক কর্তৃপক্ষ। এ সময় কর্তৃপক্ষ জানায়, প্রসূতি সুস্থ আছেন। পরবর্তীতে নাজমুন নাহার অসুস্থ হয়ে পড়লে প্রথমে বরিশাল আরিফ মেমোরিয়ালে পাঠানো হয়। সেখান থেকে শেবাচিম হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর শেবাচিমে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
আছমা বেগম অভিযোগ করে বলেন, ‘হেলথ কেয়ারে থাকা অবস্থাতেই নাজমুন নাহারের অবস্থা খারাপ ছিলো। অথচ, তারা একবার বলে তিন ব্যাগ রক্ত লাগবে। আরেকবার বলে পাঁচ ব্যাগ লাগবে। এরপর আবার বলে, আপনারা রোগী এখান থেকে নিয়ে যান। মূলত হেলথ কেয়ার ক্লিনিকের ভুল চিকিৎসার কারণেই নবজাতকসহ নাজমুন নাহারের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে সিজারকারী ডা. মুসলিমা জাহান অসি’র মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ক্লিনিকের মালিক শওকত হোসেনকে একাধিক বার ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে তার শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে সুমন হোসেন নামের এক ব্যক্তি মোবাইল ফোনে জানান, ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতিকে ভর্তি করতে চায়নি। রোগীর স্বজনদের অনুরোধে ভর্তির পর সিজার করা হয়েছে। এখানে ভুল চিকিৎসার কোন ঘটনা ঘটেনি দাবি করে তিনি (সুমন) সংবাদটি প্রচার না করতে অনুরোধ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available