সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। এ সময় তিনি যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালনের বিভিন্ন নিয়ম শৃঙ্খলার প্রতি নির্দেশনা প্রদান করেন। জাতীয় পতাকার সঠিক মাপ, সময় মত উত্তোলন এবং নামিয়ে রাখার পরামর্শ দেন। এছাড়া তিনি বিভিন্ন স্কুল ও কলেজে এ দিবসের ওপর কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা দেন প্রতিষ্ঠান প্রধানদের।
তিনি যথা সময়ে মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থনার আয়োজন করার কথা বলেন। রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণের সময় যাতে কোনো প্রকার ত্রুটি না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ওইদিন যাতে বৈদ্যুতিক কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখতে বিদ্যুৎ বিভাগের প্রতি নজর রাখতে বলেন। পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদানের সময়কালে যাতে কোনো যানবাহন শহরে প্রবেশ করতে না পারে সেদিকে ট্রাফিক বিভাগকে খেয়াল রাখতে বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম, সহ-সভাপতি এম এ করিম, ডা. আলেমুল বাশার, প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, ওসি তদন্ত এস এম রাসেল রানা, রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাজাদা, প্রধান শিক্ষক আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available