সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস সফলভাবে পালন করার লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণমূলক সংগঠনের আয়োজনে বারকোনা বাজার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাবীব সুজা, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে ওই দিন সকাল ৮টায় জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনী পতাকা উত্তোলন করা হয়।
এরপর বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত, ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা এবং দুপুর ২টায় প্রীতিভোজসহ অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান, শীতবস্তু বিতরণ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানসহ সরকার ও জনগণের সহায়তায় পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available