ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামে মালতী চক্রবর্তীর পরিবারকে প্রতিপক্ষ কৌশিক কুমার গৌস্বামী কর্তৃক মারপিট ও জমি দখলের বিরুদ্ধে ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার।
১০ জুন সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুরে খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামে মৃত আশিষ কুমার গৌস্বামীর স্ত্রী মালতী চক্রবর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কৌশিক কুমার গৌস্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার স্বামীর নিজের ভাই প্রদীপ কুমার গৌস্বামী জীবিত থাকা অবস্থায় জমিজমা তার নামে ক্রয় করেন। বাকি জমি তিনি নিজের টাকা দিয়ে ক্রয় করেন। স্বামীর মৃত্যুর পর দুই কন্যা হেমন্তী গৌস্বামী ও অনন্যা গৌস্বামীকে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছেন তিনি।
তিনি আরও বলেন, তার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি রেখে মারা যান। সেই জমি চাষাবাদ করে জীবন জীবিকা চালালেও তার দেবর প্রদীপ গৌস্বামী ও তার পুত্র কৌশিক কুমার গৌস্বামীসহ অন্যান্যরা রাতের আঁধারে জমিতে লাগানো ইরি বোরো ধান নষ্ট করে দেন। তারা তার মৃত স্বামীর জমিগুলি দখল করার চেষ্টা করছেন। জোর পূর্বক বাড়ির সামনে রাখা ধান লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে কৌশিক কুমার গৌস্বামী গংরা মা ও মেয়েকে মারপিট করে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন তারা।
মালতী চক্রবর্তী বলেন, পরে ফুলবাড়ী থানায় মামলা করলে আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে ফুলবাড়ী থানা পুলিশ। আসামিরা জামিনে বেরিয়ে এসে তাকে ও তার দুই মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি তার দুই মেয়েকে নিয়ে অশ্রুসিক্ত নয়নে বলেন, তিনি একজন অসহায় নারী। কোনভাবেই প্রতিপক্ষের সাথে কুলিয়ে উঠতে পারছেন না। পূর্বেও কোন এক ঘটনায় তারা তার বড় জামাই অমিতাভ চক্রবর্তী রঞ্জনকে মারপিট করে পা ভেঙ্গে দিয়েছিল। ঐ ঘটনায় আদালতে মামলা চলমান। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ও তার পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available