• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর

১৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৪১:৫২

ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: পুরাতনকে ঝেড়ে-মুছে, নতুনকে বরণ করতে হবে- এটাই বর্ষ বরণে আমাদের মূল কথা। দলের মধ্যেও অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নতুন সূর্যকে আলিঙ্গন করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পথ চলায় সহযোগিতা করার আহবান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

১৪ এপ্রিল রোববার ফরিদপুরে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশে এখনও কিছু সংগঠনের অস্তিত্ব আছে, যারা বাঙালির উৎসব পহেলা বৈশাখ, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর পালনে তাদের উদাসিন ভাব আছে।

এসময় তিনি বাঙালি জাতির আবহমান কালের সংস্কৃতি ধারণ করে সকলে এককাতারে থেকে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহবান জানান।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ), ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ অন্যরাও উপস্থিত ছিলেন। 
জেলার সকল এমপিকে এক মঞ্চে স্বাগত জানিয়ে বর্ষবরণ পালন করায় সকল কে ধন্যবাদ জানান বক্তারা।

পরে বাংলা নববর্ষ পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারের বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বাঙালি খাবার পরিবেশন করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩