মানিকগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা একটি বিশেষ সময় পার করছি। সেজন্য আমরা শংকায় ছিলাম শারদীয় উৎসবটা কীভাবে হবে। দুর্গোৎসবটা যেন ভালোভাবে উদযাপিত হয়, সরকারও এ বিষয়ে চিন্তায় ছিল। কিন্তু আমাদের প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, যাতে কোন দুষ্কৃতকারী কোন দুষ্কৃতি ঘটাতে না পারে।’
১২ অক্টোবর শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শানাইল গ্রামের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশের মূল সংস্কৃতি হলো সহনশীলতা ও সম্প্রীতির সংস্কৃতি। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে পাশাপাশি বসবাস করে আসছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছেন। এবং উৎসবকে সবাই উপভোগ করেছেন। আমরা চাই সেই ঐতিহ্য বহমান থাকুক। আমাদের এই সামাজিক সম্প্রীতি যেন দুষ্কৃতিকারীদের রুখে দিতে পারে। সেজন্য তিনি সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি আশার কথা হচ্ছে, এখন পর্যন্ত সারাদেশের পরিস্থিতি খুবই ভালো। আশা করি, আগামীকাল আমাদের প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মো. বশির আহমেদ, ডা. কমল কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available