• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে কার্তিক ১৪৩১ ভোর ০৪:০৮:৩৮ (15-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে কার্তিক ১৪৩১ ভোর ০৪:০৮:৩৮ (15-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সামাজিক সম্প্রীতি গড়ে তুলে দুষ্কৃতিকারীদের রুখে দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

১২ অক্টোবর ২০২৪ রাত ০৮:০৭:১২

সামাজিক সম্প্রীতি গড়ে তুলে দুষ্কৃতিকারীদের রুখে দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা একটি বিশেষ সময় পার করছি। সেজন্য আমরা শংকায় ছিলাম শারদীয় উৎসবটা কীভাবে হবে। দুর্গোৎসবটা যেন ভালোভাবে উদযাপিত হয়, সরকারও এ বিষয়ে চিন্তায় ছিল। কিন্তু আমাদের প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, যাতে কোন দুষ্কৃতকারী কোন দুষ্কৃতি ঘটাতে না পারে।’

১২ অক্টোবর শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শানাইল গ্রামের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশের মূল সংস্কৃতি হলো সহনশীলতা ও সম্প্রীতির সংস্কৃতি। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে পাশাপাশি বসবাস করে আসছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছেন। এবং উৎসবকে সবাই উপভোগ করেছেন। আমরা চাই সেই ঐতিহ্য বহমান থাকুক। আমাদের এই সামাজিক সম্প্রীতি যেন দুষ্কৃতিকারীদের রুখে দিতে পারে। সেজন্য তিনি সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি আশার কথা হচ্ছে, এখন পর্যন্ত সারাদেশের পরিস্থিতি খুবই ভালো। আশা করি, আগামীকাল আমাদের প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মো. বশির আহমেদ, ডা. কমল কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আলিফ ম্যানুফেকচারিংয়ের ইপিএস প্রকাশ
১৪ নভেম্বর ২০২৪ রাত ০৯:৫৭:৪৮

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
১৪ নভেম্বর ২০২৪ রাত ০৯:১৯:২৬


রাহুল স্মরণে হাবিপ্রবিতে শোক ও আলোচনা সভা
১৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯:২৩






ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন
১৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬:২৯