• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবালয়ে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূরীকরণে মানববন্ধন

৩ অক্টোবর ২০২৪ সকাল ১০:৪৮:৩৭

শিবালয়ে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূরীকরণে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূরীকরণের দাবিতে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়েছে। ২ অক্টোবর বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আসা শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষকদের পেশাগত সমতা, সহকারী শিক্ষকদের চাকুরি ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকের ১১ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নতি করণ এবং মর্যাদা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় শিক্ষকরা দাবি জানিয়ে বলেন, শিক্ষকদের দীর্ঘ দিনের বেতন বৈষম্য ও পদোন্নতি সংকট প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রধান অন্তরায়। বক্তারা আরও উল্লেখ করেন, সরকারি অন্যান্য সেক্টরের তুলনায় প্রাথমিক শিক্ষকদের আর্থিক সুবিধা ও পেশাগত নিরাপত্তা কম, যা শিক্ষাক্ষেত্রে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বাধা হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষকরা তাদের বেতন কাঠামো সমতা, দ্রুত পদোন্নতি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধন আয়োজন করেন। তারা জানান, যদি দ্রুত এই দাবিগুলোর সমাধান না হয়, তবে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে মো. সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. রোশাইদ আহসান, মো. খোরশেদ আলম, আলেয়া ফেরদৌসী, মো. আছির উদ্দিন বিশ্বাস, নির্মল কুমার শর্মা ও মো. আব্দুল খালেক। সঞ্চালনায় ছিলেন শরৎ চন্দ্র হালদার। মানববন্ধন শেষে সংগঠনের শতাধিক শিক্ষক শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩