সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
১০ এপ্রিল উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড তেজগাঁও কমিটির সদস্য।
আরিফ শাহ রনি জানান, ঈদে বাড়িতে এসেছি। আজই ঢাকা যাওয়ার কথা। এমতাবস্থায় আমার মা বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় একটি লাল রংয়ের পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া। আর লাল টেপ দিয়ে পেচানো হাত বোমা আকৃতির কৌটা।
এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে এটি দেখাই। তারপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি আশঙ্কা করছি যে, আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে।
রনির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। যা কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানিনা। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়।
পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে। বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড কমিটির সদস্য।
বোতলাগাড়ী ইউনিয়নের আনোয়ার হোসেন বলেন, রনির বাড়ির লোকজনের চিৎকার চেচামেচি শুনে আমরা দ্রুত তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই একটি লাল-সাদা পলিথিনের ব্যাগে ৫টি বোতল রাখা। এগুলো পেট্রোল বোমা হতে পারে সন্দেহে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে। তবে এগুলো কে বা কারা এখানে রেখেছে তা জানা যায়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যার বাড়ি থেকে এগুলো উদ্ধার হয়েছে তার অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available