• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৫:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৫:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এবার প্রেমের টানে ইন্দোনেশিয় তরুণী ক্ষেতলালে

১৯ জুন ২০২৪ সকাল ১১:০২:৫৬

এবার প্রেমের টানে ইন্দোনেশিয় তরুণী ক্ষেতলালে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং-24 নামের একটি ওয়েব সাইডের মাধ্যমে ইন্দোনেশিয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশেী তরুণ শাকিউল ইসলামের।

অবশেষে ইন্দোনেশিয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ে করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম (২৯)। বাংলাদেশি ওই যুবকের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যবৃত্ত পরিবারের শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকুরির উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে একটি ওয়েব সাইডের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবেই ওনলাইনের মাধ্যমে তাদের প্রেম চলতে থাকে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে।

দুই মাস পূর্বে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর ১৮ জুন মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়িতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।

এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24-এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এ দেশের রেওয়াজ অনুসারে বউ ভাত অনুষ্ঠান হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩