নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী প্রেস ক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৯৭২ সালের এ দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে ২৩ জুন রোবারর নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকালে রালি বের হয়ে জেলা শহর প্রদক্ষি করে প্রেসক্লাব প্রাঙ্গণেনে এসে শেষ হয়। এছাড়া জেলা পরিষদ চেয়াম্যান, পৌরসভা মেয়রসহ নেতৃবৃন্দ প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, সাবেক স্পিকার মালেক উকিলের কনিষ্ঠ পুত্র সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available