নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শিক্ষা-সংকৃতির সুতিকাগার খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন যোগদান করেছেন। যোগদান করেই তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনায় বসেন।
১৪ আগস্ট বুধবার তিনি আগের ওসি মো. মাহবুব আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি রাঙামাটি, পরে ব্রাহ্মণবাড়িয়া ওসি (ডিবি) হিসেবে কর্মরত ছিলেন।
নবীনগর থানায় যোগদানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক মতবিনিময়কালে ওসি বলেন, আমাদের বাড়ির আঙিনা অন্য কেউ পরিষ্কার করে দিয়ে যাবে না। আমাদের আঙিনার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমাদেরকেই সকল ময়লা-জঞ্জাল পরিষ্কার করতে হবে। থানায় কোন দালালি, চাঁদাবাজির তদবির, জিডি করতে পয়সা নেয়া ইত্যাদি হয়রানি বন্ধ করবো ইনশাল্লাহ ।
তিনি আরও বলেন, দেশ একটি পরিবর্তনের দিকে এগুচ্ছে, যাদের আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টায় একটি উন্নত ভবিষ্যৎ প্রচেষ্টার লক্ষ্য অর্জনে সকলকে এক সাথে নিয়ে এগিয়ে যাবো। এ জন্য সকলের সহযোগিতা দরকার। থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইনকে প্রেসক্লাবসহ নবীনগর থানা সুশীল সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available