• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৩৬:৩৮ (11-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৩৬:৩৮ (11-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ড পাচ্ছেন বাকৃবির রোভার রবিউল

৯ মার্চ ২০২৪ সকাল ১১:২৭:৪৪

প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ড পাচ্ছেন বাকৃবির রোভার রবিউল

বাকৃবি প্রতিনিধি: প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)- ২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও রোভার স্কাউট গ্রুপের রোভার মো. রবিউল ইসলাম। এটি রোভারিংয়ের সর্বোচ্চ সম্মাননা পদক। সমগ্র দেশ থেকে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে বাছাইকৃত রোভাররা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই সম্মাননা অর্জন করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ জন রোভার এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

৪ মার্চ বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

মো. রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদ থেকে স্নাতক ও একই অনুষদের পশু পুষ্টি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন।

জানতে চাইলে রোভার মো. রবিউল ইসলাম বলেন, সবাই স্বপ্নদেখে কিন্তু যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কেবল সেই এর  অনুভূতি বুঝে। মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন আমার সেই স্বপ্নের বাস্তবরূপ। এই অর্জনে আমি নিজেকে গর্বিত বোধ করছি এবং আশা করছি এই অর্জন আমাকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য উৎসাহ যোগাবে।সর্বোপরি মহান সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মা- বাবাসহ বিশ্ববিদ্যলয়ের রোভার স্কাউট গ্রুপের সকল রোভার স্কাউট লিডার, অগ্রজ, অনুজ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সর্বোচ্চ ৪ জন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সেবাব্রুতী মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং কুড়িগ্রাম মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে একজন করে মোট ১০ জন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বৈসাবি উৎসবে আনন্দে মুখর খাগড়াছড়ি
১১ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৩৬:৩৩


পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা
১১ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৪:০০




গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৬:২২

অবশেষে বদলি করা হলো সেই ইউএনওকে
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৮:৫৩