আন্তর্জাতিক ডেস্ক: পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৮৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।
নির্বাচন-পরবর্তী একটি সংবাদ সম্মেলনে পুতিন বলেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে স্বচ্ছ রাশিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা। তাছাড়া এ বিজয় ইউক্রেন আক্রমণ করার ব্যাপারে রাশিয়ার জনগণের সমর্থনকেও সুস্পষ্ট করেছে।
যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অবশ্য নিরঙ্কুশ বিজয়ের দাবি করেন পুতিন। দলীয় কর্মীদের সমাবেশে বিজয়ীর ভাষণ দেন তিনি। ভোটারদের ভোটদানে উৎসাহিত করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আরও তিন প্রার্থী থাকলেও, কেউই দাঁড়াতে পারেননি পুতিনের সামনে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া ঘোষণা অনুযায়ী ৪ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ। বাকী দু’জনের ভাগ্যে জুটেছে আরও কম। রাশিয়ায় নির্বাচনে শুক্র থেকে রবি তিনদিনব্যাপী চলে ভোটাভুটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available