উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতের প্রতিবাদে ও কমিটি অনতিবিলম্বে পুনর্বহালের দাবিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উল্লাপাড়া প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিফাত বিন জামাম প্রেস কনফারেন্সে জানান, ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য হয় এমন কমিটি দিতে হবে।
তিনি ৮ ফেব্রুয়ারির কমিটি পুনর্বহালের দাবি করেন। এসময় উল্লাপাড়া উপজেলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বলেন, ৬ মাস পর সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে কমিটি করা হয়েছে। কমিটি পুনর্বহাল এবং বঞ্চিতদের নিয়ে কমিটি প্রয়োজনে বর্ধিত করে পূর্বের কমিটি বহালের দাবি করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লাপাড়ার সমন্বয়ক রিফাত বিন জামান, হিমেল, শাহরিয়ার, শাহদাত, শুভ সামিউল ইসলাম, আকাশসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র প্রতিনিধিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available