• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে প্রেস ক্লাবের সম্প্রসারিত কার্যালয় উদ্বোধন

১৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫২:০১

নবীনগরে প্রেস ক্লাবের সম্প্রসারিত কার্যালয় উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাব কার্যালয়ের সম্প্রসারিত রুমের উদ্বোধন করা হয়েছে। ১৩ অক্টোবর রোববার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

নবীনগর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দের দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে বৈষম্য বিরোধী আন্দোলনের কল্যাণে উপজেলা পরিষদের গণগ্রন্থাগার ভবনের প্রেস ক্লাব কার্যালয়ের পার্শ্ববর্তী রুমটি সাংবাদিকদের হস্তগত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, আমি যখন প্রথম প্রেস ক্লাবে আসি, তখন কার্যালয়টি ছোট পরিসরে ছিল। তখনই আমি একজন সাংবাদিক পরিবারের সদস্য হিসাবে বিষয়টি অনুভব করেছিলাম। সেই থেকে চেষ্টা ছিল প্রেস ক্লাবটি সম্প্রসারণে। আজ সেটি আজ সফল হয়েছে। এই সফলতার জন্য সাবেক নেতৃবৃন্দসহ বর্তমান নেতাদের দীর্ঘ আন্দোলনের ফলে আজকের এ জয় হয়েছে।

তিনি অপসাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে মূল ধারার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। তিনি বলেন, নবীনগর প্রেস ক্লাব আরও বড় পরিসরে হওয়া উচিত ছিল। নিজস্ব একটি কমপ্লেক্স থাকার কথা ছিল। আমি আশা করব ভবিষ্যতে নবীনগর প্রেস ক্লাবের নিজস্ব একটি ভবন হবে।

তিনি অপসাংবাদিকতা বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে কেউ সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও দুর্নীতি চাঁদাবাজি করে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, জামায়াতে ইসলামীর পৌর আমীর মোখলেছু রহমান, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, নবীনগর কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, অ্যাডভোকেট বিনয় চক্রবতী, সাবেক জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা সানাউল্লাহ্, মাওলানা আমির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার ও বিএনপি নেতা রাজিব আহসান পাপ্পু।

সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র সাংবাদিক জ ই বুলবুল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, তাজুল ইসলাম, মিঠু সুত্রধর পলাশ, সাংবাদিক নুরে  আলম, সাংবাদিক মাজেদুল ইসলাম মাজেদ, সাংবাদিক মাহবুব মোর্শেদ, মেঠু পথের সভাপতি কাউছার আহম্মেদ ডিউক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩