স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা সময় মত পরিশোধ না করলে কারখানায় বিশৃঙ্খলা না করে শিল্প পুলিশের সরনাপন্ন হতে পরামর্শ দিয়েছেন ঢাকা শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া।
৮ এপ্রিল সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রেস ব্রিফিং করে তিনি এ কথা বলেন।
শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া শিল্প শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেন সে প্রতিষ্ঠান ভাঙচুর বা বিক্ষোভ না করে পুলিশের সহায়তা নিন। পুলিশ শ্রমিকদের পক্ষ হয়ে মালিকপক্ষের সাথে সমঝোতা করবে।
শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ কারখানাই আজ ছুটি হলেও বেশ কিছু কারখানা ছুটি হবে আগামী কাল। এসব কারখানায় শ্রমিকদের বেতন ভাতা পেতে যেন কোনো অসুবিধা না হয় সে লক্ষে শিল্প পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা এতক্ষণ আশুলিয়ার বিভিন্ন এলাকার যেসকল কারখানা রয়েছে সেগুলো ভিজিট করেছি। আমরা দেখেছি বেশিরভাগ জায়গায় শ্রমিক ভাইবোনেরা ছুটিতে বের হয়েছেন। ঘরমুখো যাত্রা শুরু করেছেন এবং তাদের চোখেমুখে আনন্দের ঝলক। এর অর্থ হচ্ছে তারা হাসিমুখে বাড়ি ফিরছে। আমাদের যেই দুই একটা জায়গায় সমস্যা ছিলো সেগুলো আমাদের শিল্প পুলিশ গত কিছুদিন যাবত কাজ করে নিজেরা পেশাদারিত্বের মাধ্যমে ধৈর্য্য ধরে কারখানা কর্তৃপক্ষ ও মালিকদের সাথে বসে এরপরে আমরা সমাধান করেছি। তার ফলে আপনারা দেখছেন সবাই সস্তির ঈদযাত্রা করছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদ ও শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available