• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৮:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৮:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ফল উৎসব

১২ জুলাই ২০২৩ রাত ০৯:১৬:২৬

শরীয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ফল উৎসব

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের দেশি-বিদেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেয়া ও বিলুপ্ত প্রায় ফলের সাথে পরিচিত করিয়ে দেয়াই ছিলো এ উৎসবের মূল উদ্দেশ্য। ১২ জুলাই বুধবার দুপুরে ফল উৎসবের উদ্বোধন করেন জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ও ৯৯ কম্পোজিট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও তাঁর স্ত্রী মোসা. আমাতুল ফাতিমা।

এ সময় জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ও ৯৯ কম্পোজিট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যেন দেশি-বিদেশি ফল ও ফলের পুষ্টিগুন সম্পর্কে জানতে পারে। সেই সাথে গাছ, সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য সম্পর্কে তারা জানতে পারবে। তারা স্টল তৈরির মাধ্যমে সকলের সঙ্গে উদ্ভাবনী শক্তি অর্জন করবে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উক্ত স্কুল ও কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন তারা। এ সময় শেখ রাসেল সেনানিবাসের সংশ্লিষ্ট ইউনিটের অধিনায়ক, শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর মো. তারিকুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবে ১৭টি স্টলে ৪০ ধরণের ফল প্রদর্শন করা হয়।

অধ্যক্ষ মেজর মো. তারিকুল ইসলাম বলেন, আমাদের দেশীয় অনেক ফল আজ বিলুপ্তির পথে। এগুলো ছিল আমাদের ঐতিহ্যর একটি অংশ। এই ফল উৎসব আয়োজনের ফলে জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নতুন নতুন দেশী-বিদেশী বিভিন্ন ফলের সাথে পরিচিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩