নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গায় আজিম উদ্দিন নামের এক কৃষকের বপন করা ৪০ শতক জমির পাট কেটে নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
উপজেলার চোর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের স্ত্রী ছবি বেগম বিচার চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার চোর বাঙ্গালপাড়া গ্রামের ৪৬ নং বাসুদেবপুর মৌজা আরএস ৭৪ নং খতিয়ানভুক্ত আর এস ১৬৫ নং দাগে পৈত্রিক সূত্রে পাওয়া ৪০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন কৃষক আজিম উদ্দিন। এ জমি নিজেদের দাবি করে দখলের হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ মজি ও তার স্বজনরা। এ জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২১ জুলাই বেলা ১১টার দিকে প্রতিপক্ষরা জমিতে বপন করা পাট কেটে নষ্ট করে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী কৃষক আজিম উদ্দিন বলেন, ‘আমি এই জমি পৈত্রিক সূত্রে পেয়ে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। বেশকিছুদিন ধরে আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ মজি ও তার ছেলেরা আমার বপন করা পাট কেটে নষ্ট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে আমার ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে প্রতিপক্ষ হাসিবুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available