• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৫৬:০৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৫৬:০৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফুলবাড়ীতে মায়ের কথায় অভিমান করে ছেলের আত্মহত্যা

২৩ মার্চ ২০২৫ বিকাল ০৩:০৩:৪১

ফুলবাড়ীতে মায়ের কথায় অভিমান করে ছেলের আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মায়ের কথায় অভিমান করে সমীর রঞ্জন সেন তুষার (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  

২২ মার্চ শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদহ উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের লটারি সেনপাড়া গ্রামে। নিহত যুবক ওই গ্রামের শ্রী বিশ্বনাথ সেন ও শ্রীমতি গীতা রানী সেনের ছেলে।

নিহতের মা গীতা রাণী, বাবা বিশ্বনাথ সেন ও প্রতিবেশীরা জানান , নিহত যুবক চলতি বছরে কাশিপুর মহাবিদ্যালয় থেকে ডিগ্রী পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্টে সে ফেল করেন, তারপর থেকে হতাশ হয়ে নিহত যুবক দীর্ঘদিন ধরে মাঝে মাঝে কথাবার্তা একটু কম বেশি হলেই জিনিসপত্র ভাঙচুর  করত।

এর আগে একটি মোবাইলও ভেঙ্গেছিল। গত পরশুদিন তার মা গীতা রানী তাকে বলেছিলেন তুই বারবার এমন ফেল করিস আর তোর বাবা আমাকে গালাগালি করে তোর আর লেখাপড়া করার দরকার নেই। মায়ের কথায় অভিমান করে ঘরের বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার কোন অভিযোগ না থাকায় উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ সৎকার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায়  ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন
৩ এপ্রিল ২০২৫ দুপুর ০২:২০:১০


চাচির দায়ের করা মামলায় ভাতিজা কারাগারে
৩ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩২:৩১