কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বন্যার পানি কমলেও চারিদিকে পানিবাহিত জ্বর-সর্দি, কাশি, ডায়রিয়া ও চর্ম রোগ ছড়িয়ে পড়ে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা দুর্গতদের স্বাস্থ্য সুরক্ষায় শক্তি ফাউন্ডেশন ফর ডিজএ্যাডভান্টেজ উইমেনের পক্ষ হতে কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তারের নিকট ৬০০ প্যাকেট কলেরা স্যালাইন হস্তান্তর করা হয়েছে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে কলেরা স্যালাইনগুলো হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজার হেলথ ডা. শমশের আলী খান, পরিচালক লিপি সাহা, উপ-পরিচালক অতুল কর্মকার, রিজিওন প্রধান এ এম এস ফজলুল হাসান ও এরিয়া সুপার ভাইজার মো. সোহরাব হোসেন।
উল্লেখ্য, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম অঞ্চলের বন্যা কবলিত মানুষদের নিয়মিত ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে শক্তি ফাউন্ডেশন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available