নিজস্ব প্রতিবেদক: বড়দিন উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২টা থেকে আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার রাত ১২টা পর্যন্ত রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৪ ডিসেম্বর মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএমপি।
এতে বলা হয়, খ্রিষ্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারার ক্ষমতাবলে আগামীকাল ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available