বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোরের মালিক বাচ্চু শেখের মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে।
এ সময় দোকানের ভিতর আটকা পরে মোমেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫), লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন (১৫) মারাত্মকভাবে আহত হয়। অগ্নি দগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে ১ জন বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তি ধোপাখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সহায়তায় ও কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ ৩ জনের মধ্যে ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
অপর একজন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকের দাবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available