• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৬:২৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৬:২৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় ফায়ার সার্ভিসের জনসচেতনতা মূলক কার্যক্রম

২২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৫:৪২

নলডাঙ্গায় ফায়ার সার্ভিসের জনসচেতনতা মূলক কার্যক্রম

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বিপদ কখনো বলে কয়ে আসে না, বিপদ আসে হঠাৎ করেই। এই সকল বিপদের মধ্যে অবশ্যই আগুন লাগার ঘটনা হল মারাত্মক বিপদ। এই মারাত্মক বিপদ থেকে প্রাথমিকভাবে কীভাবে রক্ষা পাওয়া যেতে পারে তা হাতে-কলমে দেখালো, নাটোরের নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা।

জানা যায়, উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা কার্যক্রম করা হচ্ছে, কীভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে। এরই অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার মাধনগর বাজারে এমন সচেতনতা কার্যক্রম করেছে বাহিনীর সদস্যরা। সেই সকল সচেতনতামূলক কার্যক্রমে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে সহজে নেভানো যাবে দেখানোর পাশাপাশি আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি দেখানো হয়।

স্থানীয় ব্যবসায়ী রাকিব হোসেন, টুটুল প্রামানিকসহ অনেকে বলেন, গ্যাস সিলিন্ডার এখন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। কিন্তু এই সকল গ্যাস সিলিন্ডারে আবার আগুন লাগার ঘটনাও সামনে আসে। সে ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সহজেই কীভাবে নেভানো যায় তার পদ্ধতির কথা হাতে-কলমে দেখান বাহিনীর সদস্যরা। এমন পদ্ধতি জানতে পেলে আমরা অনেকেই সচেতন হয়েছি।

গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে হাতের কাছে থাকা কাপড় অথবা কম্বল জাতীয় পানিতে ভিজিয়ে তা দিয়ে গ্যাস সিলিন্ডার মুড়ে দিলে সহজেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যেতে পারে।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, কীভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে আমরা উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা কার্যক্রম করে যাচ্ছি। আমাদের এই জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ