• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২১:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২১:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীগঞ্জে ফিল্মি স্টাইলে গৃহবধূকে অপহরণের চেষ্টা: জনতার হাতে ধরাশায়ী যুবক

২ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:২৮:২১

নবীগঞ্জে ফিল্মি স্টাইলে গৃহবধূকে অপহরণের চেষ্টা: জনতার হাতে ধরাশায়ী যুবক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে এক গৃহবধূকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে হাতে থাকা ডেগার দিয়ে প্রাণে হত্যার চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ধরাশায়ী হয় যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে তাকে পুলিশের কাছে সোর্পদ করেন জনতা।

১ মার্চ শুক্রবার সন্ধ্যায় শহরের ওসমানী রোডস্থ কনর মিয়া ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

আটকের নাম দুরুদ মিয়া। সে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের জিতু মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুরুদ মিয়া কয়েক বছর আগে বিয়ে করেন নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের আয়াত আলীর মেয়ে জাইরুন বেগমকে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে জাইরুন বেগম বছর খানেক পুর্বে নোটারি পাবলিকের মাধ্যমে দুরুদ মিয়াকে তালাক প্রদান করে। এক পর্যায়ে উভয়ের পরিবার ও মুরুব্বীয়ান কাজীর মাধ্যমে তালাক রেজিস্ট্রার সম্পন্ন করেন।

কিছু দিন যেতে না যেতেই দুরুদ তালাকপ্রাপ্ত স্ত্রী জাইরুন বেগমকে নেয়ার জন্য ব্যর্থ চেষ্টা করে। তার সংসারে ফিরে যেতে না চাইলে সে জাইরুন ও পরিবারকে হুমকি দিতে থাকে। এ ব্যাপারে দুরুদ মিয়ার আত্মীয় স্বজনসহ স্থানীয় মুরুব্বীয়ান একাধিক সালিস করে দুরুদ মিয়াকে জাইরুনের পরিবারকে হুমকী প্রদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত দেয়া হয়।

বৃহস্পতিবার রাতে জাইরুনের বাড়ী কানাইপুর গ্রামে গিয়ে উক্ত দুরুদ মিয়া বিভিন্ন রকম ভয়ভীতি প্রর্দশন ও প্রাণনাশের হুমকী প্রদান করে। শুক্রবার সন্ধ্যায় জাইরুনের বোন সুহেনা বেগম ও খালেদা বেগম ওসমানী রোডস্থ ডা. আব্দুস সামাদের কাছে চিকিৎসা শেষে রিকসার জন্য রাস্তায় দাঁড়ায়। হঠাৎ একটি মিশুক গাড়ি নিয়ে দুরুদ মিয়া ও অজ্ঞাতনামা ২/১ জন মিলে সুহেনা বেগমকে অপহরণ করার চেষ্টা করে। এসময় তারা চিৎকার শুরু করেন।

এতে লোকজন জড়ো হলে দুরুদ মিয়া তার কোমড়ে থাকা ডেগার বের করে সুহেনা বেগম ও তার কোলে থাকা শিশু কন্যাকে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডেগারসহ তাকে পুলিশের হাতে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় জাইরুন বেগমের পরিবার চরম নিরাপত্তহীনতাসহ উৎকন্ঠা ও আতংকের মাঝে দিন কাটাচ্ছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩