স্পোর্টস ডেস্ক: উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের তকমা নিজেদের করে নিলো স্পেন। ফাইনালে স্প্যানিশদের হয়ে গোল দুটি করেন উইলিয়ামস ও ওয়ারজাবাল। ১৪ জুলাই রোববার দিবাগত রাতে বার্লিনের ফাইনালে ইংলিশদের বিপক্ষে মাঠে নামে স্প্যানিশরা। এর আগে ২০১২ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ফাইনালের আগে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর এক কনসার্ট। ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্প্যানিশরা। তবে খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র’য়ে। দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা বাড়ে। দু’দলই আক্রমণে যায়। বিরতি থেকে ফিরেই মাত্র ২ মিনিটেই লিড নেয় স্পেন। লামিন ইয়ামালের ক্রস থেকে বাঁ-প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিং করেন নিকো উইলিয়ামস। ম্যাচে এগিয়ে গিয়ে আক্রমণ আরও বাড়ায় স্পেন।
অপরদিকে বসে ছিলো না ফোদেন, বেলিংহামরাও। একের পর এক আক্রমণের পর ম্যাচের ৭৩তম মিনিটে সমতায় ফেরে ইংলিশরা। হ্যারি কেইনের বদলি হিসেবে নেমে গোল করেন বসেন পালমার। অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি দলটি। ১৩ মিনিট পরেই কুকুরেলার বাড়ানো বলে গোল করেন বসেন ওয়ারজাবাল। আর সেই জয়েই ইউরো চ্যাম্পিয়নশিপ নিজেদের করে নেয় ইয়ামাল, সিমন, উইলিয়ামস, রদ্রিরা।
উল্লেখ্য, এই জয়ে জার্মানিকে টপকে এককভাবে এখন ইউরোর সর্বোচ্চবার চ্যাম্পিয়ন দল স্পেন। গত ১২ বছর তিনটি ইউরো শিরোপা নিয়ে জার্মানির সাথে যৌথভাবে টুর্নামেন্টের রোল অব অনারে শীর্ষে ছিলো স্প্যানিশরা। এখন থেকে এককভাবে সবার উপরে ইয়ামালরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available