• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৪:০০

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফুটবল ইভেন্টকে সামনে রেখে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।  

৮ সেপ্টেম্বর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড্ডয়নের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘ক্রীড়া এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গর্বের জায়গা। খেলার মধ্যে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সকলের সতর্ক থাকতে হবে। এছাড়া খেলাধুলার কারণে শ্রেণি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকে শিক্ষকদের নজর রাখতে হবে।’

এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৭ এবং মেয়দের ১৪টি টিম অংশগ্রহণ করছে। ছেলেদের উদ্বোধনী ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগকে ৪-১ গোলে পরাজিত করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মদ মুকাম্মেলসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের পর্দা নামবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫