ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থানার নাটালের মোড় এলাকা থেকে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব। র্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেন্সিডিল আটক করে। এসময় মাদক বহনকারী একটি ট্রাকসহ ২ জন কারবারীকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী জানান- গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাটালের মোড় এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে কুমিল্লার কল্পবাস গ্রামের ইউসুফ আলির ছেলে মো. আশিকুল ইসলাম (২৮), ও ভোলার দক্ষিণচর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩১) কে আটক করা হয়। এ সময় আটকদের হতল্লাশি চালিয়ে তাদের বহনকারী ট্রাকের ভেতর থেকে ৫১ টি বান্ডেলে খাকি স্কচটেপে মোড়ানো ১০৩ কেজি গাঁজা, ২৯৮ বোতল ফেন্সিডিল এবং নগদ ৫২০০ টাকা জব্দ করা হয়।
ট্রাকসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available