রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত দেড় হাজার গরীব ও দুঃস্থ জনসাধারণকে এই সেবা দেওয়া হয়।
৭ জুলাই সোমবার গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দুঃস্থদের মাঝে দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
নাইক্ষংছড়ি, উখিয়া এবং ঈদগাঁও-ডুলাহাজারা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ধারাবাহিক কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি।
উপস্থিত সেনাকর্মকতারা বলেন, প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজ করে থাকেন।
প্রতিবারের মতো এ বছরও তার অংশ হিসাবে দায়িত্বপূর্ণ এলাকার প্রত্যন্ত অঞ্চলের ১৫০০ জন দুস্থ, বয়স্ক, নারী, শিশু ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের জন্য বিভিন্ন দ্রব্য সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available