নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ফতুল্লা থানার ৭১ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ওই ফ্রি মেডিকেল কর্মসূচি পালিত হয়। ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে প্রায় ৪০০ সামর্থ্যহীন রোগী। এর মধ্যে চক্ষু, চর্ম ও যৌন, কুষ্ঠ, গাইনি ও মেডিসন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে প্রেসক্রিপশনে দিয়ে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
মোহাম্মদ মাসুদুল আলম, আরমান ও বাদলসহ অন্যান্যরা জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেরা যে যার মত সামর্থ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস উপলক্ষে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এর মধ্যে চিকিৎসকরা স্বেচ্ছায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে ওষুধের প্রেসক্রিপশন দিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সামর্থ্যহীন রোগীদের মধ্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
মোহন মিয়া জানান, টাকার অভাবে দীর্ঘ দুই তিন বছর যাবত তিনি ডাক্তার দেখাতে পারছিলেন না। তার চোখের সমস্যা, চোখ ব্যথা করে ও চোখে কম দেখে। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি টাকা ছাড়াই ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
তিনি আরও জানান, আমাদের মত গরিব সামর্থ্যহীন রোগীদের জন্য এটা খুবই খুবই ভালো উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা।
মনোয়ারা ইসলাম জানান, তার গাইনি সমস্যা। কিন্তু ডাক্তার দেখাবেন সেরকম সামর্থ্য নেই। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ডাক্তার দেখিয়ে ঔষধও পেয়েছি৷ প্রাথমিকভাবে আমার কি সমস্যা তা জানতে পেরেছি, প্রাথমিক সমস্যা নির্ণয় হওয়ায় ভবিষ্যতে কি চিকিৎসা নেয়া দরকার সে বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তাররা।
গাইনি ডাক্তার ফারহানা হক সুমি জানান, আমরা যখন শুনেছি যে সামর্থ্যহীন রোগীদের রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দিতে হবে এবং আয়োজকরা তাদের বিনামূল্যে ওষুধ দেবেন তাই আমরাও বিনামূল্যে স্বেচ্ছায় সেরা প্রদান করেছি। ভাষা দিবস উপলক্ষে এরকম একটি আয়োজন সত্যি ব্যতিক্রম এবং এখানে এসে মানুষের সেবা দিতে পেরে খুব ভালো লেগেছে।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে ছিলেন-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চর্ম ও যৌন অ্যালার্জি কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডাক্তার রওশন উম্মে সালমা জাহান (বিসিএস স্বাস্থ্য), নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহানা হক সুমি, ফার্মাসিস্ট গোলাম মোর্শেদ রনি, মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিঙ্কু, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, চেঞ্জেস ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আল আমিন, সভাপতি লুৎফর রহমান মুন্না সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ, এম মাহবুবুল হক ফোরকান, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও কোষাধক্ষ্য নাসির উদ্দিন জুম্মান।
আয়োজক ও উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী দাতা সদস্য রফিকুল ইসলাম প্রধান, মোহাম্মদ মাসুদুল আলম আবুল কায়েস,আব্দুল কাদের আরমান শহিদুল ইসলাম বাবু, বাদল প্রধান, শান্ত, তাতা আহমেদ, মাহমুদ হাসান চয়ন, সজীব চৌধুরী, হেলাল মাস্টারের ছেলে রাকিবসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available