• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:০৩:৩০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:০৩:৩০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

প্রকাশিত হলো সাংবাদিক এম এম বাদশাহ্’র ‘নিষিদ্ধ সত্য’

২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০১:৪৪:৩২

প্রকাশিত হলো সাংবাদিক এম এম বাদশাহ্’র ‘নিষিদ্ধ সত্য’

জেষ্ঠ্য প্রতিবেদক: পত্রিকা টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত প্রচারিত রিপোর্টের পেছনে থেকে যায় হাজারো অপ্রকাশিত শব্দ। যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে। বন্ধুদের আড্ডা আলোচনায় দু’চার লাইন বলা হলেও অজানাই থেকে যায় রিপোর্টের পেছনের অনেক ঘটনা। এমন সব কিছু অপ্রকাশিত গল্প তুলে ধরা হয়েছে সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এমএম বাদশাহ্‘র লেখা ‘নিষিদ্ধ সত্য’ বইয়ের পাতায়।

অমর একুশে বইমেলায় বর্ষা দুপুর পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে মাঠ রির্পোটিং এর পেছনের গল্প ‘নিষিদ্ধ সত্য’ বইটি।

বৃহস্পতিবার বিকেলে অমর একুশে মেলার গ্রন্থ প্রকাশ মঞ্চে বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। তার বক্তব্যে তিনি বলেন, নিষিদ্ধ সত্য বইটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে জানা যাবে অনসুন্ধানকালীন সময়ের নানা ঘটনার অজানা গল্প।

রাষ্ট্র সমাজনীতি আর দ্বান্দিক স্বার্থের বলি হওয়ার গল্পগুলোও তুলে ধরা হয়েছে বইটিতে। যা নিয়ে খুবই নতুন সম্ভাবনার আশা দেখছেন রাষ্ট্রপতির এপিএস এইচএম সাগর। লেখকের আগামী বইতে আরো এ ধরনের নানা অভিজ্ঞতার তথ্য তুলে ধরার দাবী জানিয়েছেন বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু।

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেছেন, অপরাধ বিষয়ক রিপোর্টিং এর অজানা গলি ঘুপচির খবর জানতে পারলে নতুন করে এই বিটে আসা সাংবাদিকরা অনেক তথ্য জানার সুযোগ পাবেন।

বর্ষা দুপুরের প্রকাশক মাশফিক তন্ময় বলেন, সাংবাদিকদের অপ্রকাশিত গল্প জানতে পাঠকদের আগ্রহ বেড়েছে অনেক। যার অনেকটা আশা পূরণ করবে এই ‘নিষিদ্ধ সত্য’ বই।

সিনিয়র সাংবাদিক নয়ন মুরাদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রিপোর্টার্স এ্যাগেইন্সট করাপশন-র‌্যাক সভাপতি আলাউদ্দিন আরিফ। তিনি বলেন, অপরাধ সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে সমাজ বাস্তবতায় জানা যায় অনেক ঘটনা। যা নতুন শক্তির রশদ জোগায়। আর চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি এনামূল কবীর রুপম মনে করেন, নিষিদ্ধ সত্য বইয়ের মধ্যে আমাদের সাংবাদিকদের অনেকেরই যাপিত জীবনের গল্প উঠে এসেছে।

যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার মিজানুর রহমান ও সিনিয়র সাংবাদিক সারওয়ার বাবর চৌধুরী তাদের প্রত্যাশায় নতুন করে আরও অজানা তথ্য নিয়ে বই প্রকাশে লেখককে উৎসাহিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮