নিজস্ব প্রতিবেদক: ‘যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বিষয়ক ও আত্মজীবনী তুলে ধরাসহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম, দক্ষতা ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান।
এরপর কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. গুলজার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মো. আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, সুরুজ্জামান সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক মন্ডলী। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়াপাঠ করেন ধর্ম শিক্ষক মো. খাইরুল ইসলাম মল্লিক।
এসময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available