• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৪:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৪:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বঙ্গবন্ধুর সমাধিতে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের শ্রদ্ধা

১ মে ২০২৪ সন্ধ্যা ০৬:২০:০৮

বঙ্গবন্ধুর সমাধিতে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা।

১ মে বুধবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।  এরপর বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ভবনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নবনিযুক্ত চেয়ারম্যান।

বিকেলে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শন করেন নবনিযুক্ত চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক ডা: কবীর চৌধুরী।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার মোহাম্মদ আবদুস ছালাম এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, সেক্রেটারি এস এম নূর মোহাম্মদ দুলু সেখানে উপস্থিত ছিলেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা: কবীর চৌধুরী মহান মুক্তিযুদ্ধে একজন মেডিকেল শিক্ষার্থী হিসাবে মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাটিপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধার জানাজা ও সমাধির ব্যবস্থা করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইন্টার্ন চিকিৎসক হিসাবে দায়িত্বরত অবস্থায় বঙ্গবন্ধু পরিবারের আহত সদস্যদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শাস্ত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী ২০২০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এছাড়া তিনি ভারতের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মুক্তিযুদ্ধ ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ লাভ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩