রংপুর ব্যুরো: নীলফামারীতে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার বেলা বারোটায় আশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভার উদ্বোধন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান রেডিওর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ, সিআইপি।
সভায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তুর্জ। এছাড়াও কেন্দ্রীয় মিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক শাহ জামাল মিঠুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, সদর আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
সভাটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তি।
সভায় নীলফামারী জেলা ও উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ সিআইপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে হবে। সেই সাথে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ধরে রাখা সম্ভব হবে না। তাই আসুন, আমরা সবাই আগামী নির্বাচনে একত্রিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের প্রধান রেখে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো।
এর এর আগে বুধবার সকালে সাড়ে আটটায় তিনি সৈয়দপুরে এয়ারপোর্ট হয়ে নীলফামারী সার্কিট হাউসে এসে নেতাকর্মীদের সাথে মিলিত হন। এরপর বেলা বারোটায় সভাস্থলে এলে আয়োজক কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available