রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদুর কাপ্তাই হ্রদে চলাচলের সময় দেশীয় যাত্রীবাহি বোট আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে বজ্রপাতের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় বোট চালক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে।
একই সময়ে লংগদু উপজেলাধীন করল্যাছড়ির চেয়ারম্যান টিলায় বজ্রাপাতের আঘাতে আরও এক গৃহবধু নিহত হয়েছে।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
শনিবার কোরবানের হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোট বজ্রপাতের কবলে পড়ে। ঘটনাস্থলে বোট চালকসহ তিনজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন,জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০) ও বাচ্চু মিয়া (৩০)।
এঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে এখন পাওয়া যায়নি। নিখোঁজ আক্কাস আলীকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
অপরদিকে, লংগদুর করল্যাছড়ির চেয়ারম্যান ঘাট এলাকায় বজ্রপাতে রিনা বেগম (৩৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছে।
১৫ জুন শনিবার দুপুর ৩টার সময় আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা ১নং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রীরি নিজের বসত ঘরের বারান্দায় অবস্থান করার সময় বজ্রপাতের আঘাতে নিহত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available