রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণচাষির মৃত্যু হয়েছে। ২ মে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের ছড়ি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার জমিরের ছেলে দিদারুল ইসলাম (৩৫) ও রাজাখালী ইউনিয়নের ছড়ি পাড়া এলাকার জামালের ছেলে মো. আরমান (২৫)।
স্থানীয়রা জানান, উপজেলার মগনামার কোদাইল্যাদিয়ায় রাতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লবণ মাঠ পরিচর্যা করার সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় দিদারুল ইসলাম নামে এক লবণ চাষী। ঘটনার পরপর তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে বজ্রপাতের আঘাতে পেকুয়ার রাজাখালী ইউনিয়নে লবণ মাঠ পরিচর্যা করতে গিয়ে আরমান নামের এক লবণ চাষী নিহত হয়েছেন।
রাজাখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার জানান, রাতে প্রচুর বজ্রপাত হয়। ভোরেও বজ্রপাত অব্যাহত থাকে। রাতের বৃষ্টিতে লবণমাঠ ক্ষতিগ্রস্ত হলে চাষী আরমান তা পরিচর্যা করতে যায়। ওই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোরে দিদারুল ইসলাম ও আরমান নামের দুই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন, তাদের মৃত্যু বজ্রপাতের আঘাতে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available